শেখ হাসিনার রায়কে ঘিরে ডাকা কমপ্লিট শাটডাউনের প্রভাব পড়েনি গাবতলীতে। সকাল থেকেই এই এলাকার সড়কের প্রতিটি গাড়িতে চলছে তল্লাশী। পাশাপাশি র্যাবের টহলও জোরদার করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকালে গাবতলী, মোহাম্মদপুর, বেড়িবাঁধ ও আমিনবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বিজ্ঞাপন
গাবতলী ট্রাফিক বক্সের বিপরীত সড়কে সকাল থেকে সাভার থেকে আসা প্রতিটি গাড়ি চেক করছেন পুলিশ সদস্যরা।
ট্রাফিক সার্জন আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে নিরাপত্তার স্বার্থে এমন তল্লাশী করা হচ্ছে। তবে সকাল থেকে গাড়িগুলোতে আসা যাত্রীদের মধ্যে সন্দেহজনক কাউকে পাওয়া যায়নি।’

সাভার থেকে ঢাকায় জরুরি কাজে মোটরসাইকেলযোগে এসেছেন নাজমুল ইসলাম। তিনি বলছিলেন, ‘গাবতলীতে এমন দৃশ্য দেখতে হবে কল্পনাও করিনি। ভাবছিলাম লকডাউনের কারণে ঢাকায় ঢুকতে পারব না।’
বিজ্ঞাপন
পাঠাও চালক উজ্জল প্রায় ঘণ্টা খানেক ধরে বসে আছেন। তিনি বলেন, ‘যাত্রী পাওয়া যাচ্ছে না। কেন এমন অবস্থা বুঝতেছি না। তবে বাস, প্রাইভেট তো ঠিকই চলছে।’
লাভলী পরিবহণের হেলপার সুজন জানান, ‘সকাল থেকে বাসে দায়িত্ব পালন করছি। ভাবছিলাম বাস চলবে না, কিন্তু সে অবস্থা আর নাই। মানুষ এখন লকডাউন মানে না ভাই। কী করবানে, পেটে তো খিদা।’
এদিন সকাল থেকেই গাবতলী ও আমিনবাজার সড়কে র্যাবের টহল লক্ষ্য করা গেছে। এছাড়া পুলিশ সদস্যরা মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। তবে বিজিবি সদস্যদের এই এলাকায় টহল দিতে দেখা যায়নি।
এমআইকে/এএইচ








































































