শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কাশিয়ানীতে মহাসড়কে গাছ ফেলে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম

শেয়ার করুন:

কাশিয়ানীতে মহাসড়কে গাছ ফেলে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
মহাসড়কে গাছ ফেলে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেছে।

সোমবার (১৭ নভেম্বর) ভোরে উপজেলার তিলছড়ায় এই ঘটনা ঘটে। বিক্ষোভটি মাত্র ১০ মিনিট স্থায়ী হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে আসার আগে বিক্ষোভকারীরা পালিয়ে যায়। পরে আইন-শৃঙ্খলা বাহিনী রাস্তা থেকে গাছের গুঁড়ি সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।


বিজ্ঞাপন


কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, ঘটনাস্থলে এসে জানতে পারি যে, বিক্ষোভকারীরা একটি পিকআপে করে যাচ্ছিল। হঠাৎ তারা পিকআপ থেকে নেমে রাস্তার পাশে থাকা গাছের গুঁড়ি রাস্তায় ফেলে ১-২ মিনিট স্লোগান দিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর