শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চার ঘণ্টা পর ফরিদপুরের মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম

শেয়ার করুন:

চার ঘণ্টা পর ফরিদপুরের মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
মহাসড়ক অবরোধের সময় অনেকের হাতে অস্ত্র দেখা যায়।

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিতে কেন্দ্র করে অবরোধের প্রায় চার ঘণ্টা পর ফরিদপুরের মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়ক ও সকাল সাড়ে নয়টার দিকে ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।


বিজ্ঞাপন


এর আগে ভোর ছয়টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদী পাম্পের পাশে দেশীয় অস্ত্র হাতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। এছাড়া পুখুরিয়া এলাকাতেও মহাসড়কে গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন দলটির নেতাকর্মীরা।

এ সময় শিশুদেরও দেশীয় অস্ত্র-রামদা, লাঠিসোঁটা হাতে সড়কে অবস্থান করতে দেখা যায়।

স্থানীয়রা জানান, সকাল ৯টা পর্যন্ত এই কর্মসূচি চলেছে। জেলা যুবলীগ নেতা দেবাশীষ নয়ন তার ফেসবুক পেজে সকাল সাড়ে ৮টার দিকে সরাসরি সম্প্রচারে অংশ নেন। সেই লাইভ ভিডিওতে দেখা যায়, শতাধিক নেতা-কর্মী দেশীয় অস্ত্র হাতে বিক্ষোভ করছেন। তাদের মধ্যে নারী ও শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এক শিশুকে রামদা হাতে স্লোগান দিতে দেখা যায়।

এ সময় ঢাকা ও খুলনামুখী বেশ কয়েকটি যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


বিজ্ঞাপন


ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, ‘ঢাকা-বরিশাল মহাসড়কের মাধবপুর এলাকায় অবরোধকারীরা অবস্থান নিতে পারেনি। তবে ভাঙ্গার পুলিয়া ও পুখুরিয়া এলাকায় সংক্ষিপ্ত সময়ের জন্য অবরোধ করা হলেও পুলিশ দ্রুত তা তুলে দিয়েছে। শুয়াদী এলাকায়ও বেলা ১০টার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে সড়কে পরিস্থিতি স্বাভাবিক এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর