শুক্রবার, ৩ মে, ২০২৪, ঢাকা

loading/img

নোয়াখালী

নোয়াখালী বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি পুরাতন জেলা। চট্টগ্রাম বিভাগের এ জেলার আদিনাম ভুলুয়া। ১৬৬০ সালে এ অঞ্চলে একটি বিশাল খাল খনন করা হয়। এই বিশাল নতুন খালকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় নোয়া (নতুন) খাল বলা হত। এর ফলে অঞ্চলটি একসময়ে লোকের মুখেমুখে পরিবর্তিত হয়ে নোয়াখালী হিসাবে পরিচিতি লাভ করতে শুরু করে। ১৮৬৮ সালে ভুলুয়াকে নোয়াখালী জেলা নামকরণ করা হয়।

 এ জেলার মোট আয়তন ৪২০২.৭০ বর্গ কিলোমিটার। নোয়াখালী জেলা আগে ফেনী, লক্ষ্মীপুর এবং নোয়াখালী জেলা নিয়ে একটি বৃহত্তর অঞ্চল ছিল, যা এখনও বৃহত্তর নোয়াখালী নামে পরিচিত। এ অঞ্চলে অর্থনীতি মূলত কৃষি নির্ভর। আঞ্চলিক জিডিপির প্রায় ৪০% কৃষি খাত থেকে আসে।

শেয়ার করুন: