সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লণ্ডভণ্ড এগারসিন্ধুর ট্রেনের ৩ বগি, আটকেপড়াদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩, ০৫:৩৭ পিএম

শেয়ার করুন:

লণ্ডভণ্ড এগারসিন্ধুর ট্রেনের ৩ বগি, আটকেপড়াদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা

কিশোরগঞ্জের ভৈরব জংশনে মালবাহী ট্রেনের ধাক্কায় আন্তঃনগর এগারসিন্ধুর এক্সপ্রেসের তিনটি বগি লণ্ডভণ্ড হয়েছে। ভৈরব রেল স্টেশনের আউটার পয়েন্টে ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের শেষ তিনটি বগিতে মালবাহী ট্রেনটি ধাক্কা দেয়। এতে বগি তিনটি লণ্ডভণ্ড হয়ে যায়। ভয়াবহ ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধারের তথ্য পাওয়া গেছে। যাদের সবাই শেষের তিনটি বগির যাত্রী ছিলেন বলে জানা গেছে।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল তিনটার দিকে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ভৈরব স্টেশন থেকে ছেড়ে যাওয়ার মুহূর্তে মালবাহী একটি ট্রেন ধাক্কা দিলে এতো মানুষের প্রাণহানি হয়।


বিজ্ঞাপন


train-2স্থানীয়রা জানান, যাত্রীবাহী এগারসিন্ধুর ট্রেনটি ভৈরব থেকে ঢাকায় যাচ্ছিল। ভৈরব রেল স্টেশনের আউটার পয়েন্টে ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের শেষ তিনটি বগিতে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। এ সময় যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়। এর মধ্যে তিনটি বগি লণ্ডভণ্ড হয়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা গিয়ে হতাহতদের উদ্ধারকাজে এগিয়ে আসে। পরে ফায়ার সার্ভিস ও প্রশাসনের লোকজন উদ্ধার কাজে অংশ নেন।

 

আরও পড়ুন
ভারতে চলন্ত ট্রেনে আগুন, নিহত ১০
ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪, আহত ৮০
পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষ, আহত ৩০

 


বিজ্ঞাপন


তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় পাওয়া যায়নি। উল্টে যাওয়া বগির নিচে আটকা পড়াদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। রেললাইনের ওপর অনেকের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

train-3ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদেকুর রহমান সবুজ ঢাকা মেইলকে এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ট্রেনের নিচে এখনো কয়েকজন চাপা পড়ে আছেন। তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হচ্ছে। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে ময়মনসিংহ-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর