আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক শোক বিবৃতিতে কিশোরগঞ্জের ভৈরবে সংঘটিত রেল দুর্ঘটনায় হতাহতের ঘটনায় দলের পক্ষে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সোমবার (২৩ অক্টোবর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ শোক জানান।
বিজ্ঞাপন
বিবৃতিতে তিনি নিহতদের পবিত্র আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বিবৃতিতে তিনি, দ্রুত সময়ের মধ্যে উদ্ধার অভিযান সম্পন্ন এবং আহতদের চিকিৎসাসেবা প্রাপ্তি নিশ্চিত করার জন্য ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মী এবং জনগণকে উদ্ধার তৎপরতায় সহায়তা করার জন্য অনুরোধ জানিয়েছেন।
কারই/এএস




























