সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভৈরবে ট্রেন দুর্ঘটনা: ৩টি তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩, ১০:৪১ এএম

শেয়ার করুন:

ভৈরবে ট্রেন দুর্ঘটনা: ৩টি তদন্ত কমিটি গঠন
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সিরাজ-উদ-দৌলা খান। তিনি বলেছেন, চট্টগ্রাম রেলওয়ের গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটিতে সিওপিএস মো. শহিদুল ইসলাম, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন, প্রধান প্রকৌশলী আরমান হোসেন, চট্টগ্রামের পুলিশ সুপার (সিএসপি) তুষার এবং চিফ মেডিকেল অফিসার আহাদ আলী সরকার রয়েছেন।

তিনি আরও বলেন, বিভাগীয় পরিবহন কর্মকর্তা, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী লোকোমোটিভ, বিভাগীয় প্রকৌশলী-১, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলীর নেতৃত্বে আরও ৪ সদস্যের বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। রেল মন্ত্রণালয় আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে এবং মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে জিও জারি করা হবে।


বিজ্ঞাপন


 আরও পড়ুন

তবে প্রতিবেদন দাখিলের সময়সীমা সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারেননি তিনি।


বিজ্ঞাপন


মন্ত্রণালয়ের পিআরও জানিয়েছেন, তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে সোমবার (২৩ অক্টোবর) কিশোরগঞ্জ জেলার ভৈরব রেলস্টেশনে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। বিকেল ৩টা ৫০ মিনিটে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্ধুর ‘গোধূলী এক্সপ্রেস’কে পেছন থেকে আসা কার্গো ট্রেনটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। বন্দরনগরী চট্টগ্রাম থেকে রাজধানীতে যাওয়ার পথে বাইরের লাইনে দাঁড়িয়ে ছিল যাত্রীবাহী ট্রেনটি।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর