কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে ঢাকামুখী এগারসিন্ধুর ট্রেনে মালবাহী ট্রেনের ধাক্কার ঘটনায় এখনো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। বিধ্বস্ত বগির নিচ ও ভেতরে আটকেপড়াদের উদ্ধারে বাহিনীটির পাঁচটি ইউনিট আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আটকেপড়া ব্যক্তিদের দ্রুত উদ্ধার করতে তাদের সঙ্গে যোগ দিচ্ছে আরও ৩৬ জন ফায়ার ফাইটার।
সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক (মিডিয়া বিভাগ) শাহজাহান সরদারের পাঠানো বার্তায় বলা হয়েছে- উদ্ধারকাজে যোগ দিতে ঢাকা সদর দফতর থেকে ২৩ জন, নরসিংদী থেকে ১০ জন এবং বেলাবো থেকে তিনজন উদ্ধারকর্মী ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।
বিকেল তিনটার দিকে ভৈরবে আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেসে একটি মালবাহী ট্রেন ধাক্কা দেয়। এতে ঢাকাগামী এগারসিন্দুর এক্সপ্রেসের তিনটি বগির ব্যাপক ক্ষতি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধারের তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের গণমাধ্যম সেলের প্রতিবেদন অনুযায়ী হতাহতের সংখ্যা শতক ছাড়িয়ে যেতে পারে। উদ্ধারকাজে আশপাশের লোকজনও ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদিকুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আরও অনেকে ট্রেনের নিচে চাপা পড়ে থাকতে পারেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।
ডিএইচডি/এমআর




























