কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে যাত্রীবাহী এগারসিন্ধুর ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের ধাক্কার ঘটনায় হতাহতের সংখ্যা শতাধিক ছাড়াতে পারে। উদ্ধার কাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই শঙ্কার কথা বলা হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) বিকেল তিনটার দিকের ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতের সুনির্দিষ্ট কোনো তথ্য এখন পর্যন্ত জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের শঙ্কা হতাহতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যেতে পারে।
বিজ্ঞাপন
এখনো উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। ভেতর থেকে আহতদের উদ্ধার করে বের করে নিয়ে আসছেন তারা। প্রশাসনের পাশাপাশি স্থানীয়রাও তাদের সহযোগিতা করছেন।

সরেজমিনে দেখা যায়, দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসা দমকল বাহিনীর কর্মীরা ট্রেনের বগির ভেতর থেকে একের পর এক মরদেহ বের করে নিয়ে আসছেন। পরে সেগুলো কাপড়ে মুড়িয়ে রাখা হচ্ছে। সময় যতই বাড়ছে লাশের সংখ্যা ততই বাড়ছে।
গুরুতর আহত অনেকে যন্ত্রণায় কাতরাচ্ছেন। কারও আবার ঠাঁই হয়েছে হাসপাতালের বিছানায়। ফায়ার সার্ভিসের গণমাধ্যম সেলের প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
উদ্ধারকাজে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ভৈরবের উদ্দেশে রওনা হয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আফছার উদ্দিন বলেন, উদ্ধার কাজের জন্য রিলিফ ট্রেন যাচ্ছে। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল শুরু হবে।
এমআর




























