সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩, ০৬:২৮ পিএম

শেয়ার করুন:

ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ

কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষের পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেট ও ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল তিনটার দিকে ভৈরবে দুর্ঘটনার পর থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।


বিজ্ঞাপন


বিকেল তিনটার দিকের ওই দুর্ঘটনায় এগারসিন্ধুর ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। তার মধ্যে শেষের তিনটি বগি লণ্ডভণ্ড হয়। এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বহু মানুষ।

train-4

দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ আছে। উদ্ধার কাজের জন্য রিলিফ ট্রেন রওনা হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আফছার উদ্দিন বলেন, উদ্ধার কাজের জন্য রিলিফ ট্রেন যাচ্ছে। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল শুরু হবে।


বিজ্ঞাপন


এমআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর