কিশোরগঞ্জের ভৈরবে স্মরণকালের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, দুর্ঘটনায় শরীরের একাধিক স্থানে আঘাত পাওয়া ওই ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
ঢাকা মেইলকে তিনি জানান, ভৈরবে স্মরণকালের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহতদের মধ্যে পাঁচজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে বর্তমানে একজন হাসপাতালটিতে ভর্তি রয়েছেন। বাকিরা হাসপাতালে আসলেও ভর্তি হননি।
বিগ্রেডিয়ার জেনারেল ডা. নাজমুল হক বলেন, ভর্তি হওয়া ব্যক্তি হাসপাতালের ১০১ নম্বর কক্ষের ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি আছেন। তার নাম আবুল কাশেম। বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জে। তার শরীরে একাধিক আঘাত রয়েছে। তবে শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।
এর আগে গতকাল সোমবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের জরুরি সংবাদ সম্মেলনে জানানো হয়, ভয়াবহ ওই ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন শিশুও রয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পরিচালক বলেন, ‘না, আমাদের এখানে পাঁচজন রোগী এসেছিল। তাদের মধ্যে একজন আমাদের এখানে ভর্তি রয়েছে। তিনি প্রাপ্তবয়স্ক।’
উল্লেখ্য, সোমবার বিকেলে ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ও মালবাহী একটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এতে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। পরিচয় পাওয়া গেছে ১৫ জনের। এছাড়া আরও শতাধিক ব্যক্তি আহত অবস্থায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
এমএইচ/আইএইচ




























