কিশোরগঞ্জের ভৈরব জংশনে যাত্রীবাহী এগারসিন্ধুর ট্রেনে ধাক্কা দিয়েছে মালবাহী একটি ট্রেন। এতে বহু আহত হয়েছেন। শঙ্কা করা হচ্ছে প্রাণহানিরও।
সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বেশ কয়েকজন যাত্রী বলেন, ভৈরব জংশনে আসার পর একটি মালবাহী ট্রেন এগারসিন্ধুর ট্রেনটিকে ধাক্কা দেয়। এরপর ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ট্রেন দুর্ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানা গেছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেনটি ৩নং থেকে ছেড়ে আপলাইনে ঢুকছিল। এ সময় ডাউন লাইন থেকে ২নং লাইনে প্রবেশ করতে যাওয়া একটি মালবাহী ট্রেন ব্রেক ফেইল করে এগারসিন্ধুর এক্সপ্রেসকে ধাক্কা দেয়। এতে বহু মানুষ আহত হন।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুই ট্রেনের দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা ট্রেনের ভেতরে আটকেপড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করছে।
এমআর




























