সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, বহু আহত

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩, ০৫:০৩ পিএম

শেয়ার করুন:

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, বহু আহত

কিশোরগঞ্জের ভৈরব জংশনে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন যাত্রীবাহী এগারসিন্ধুর ট্রেনের বহু যাত্রী। ট্রেনে আটকেপড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে ভয়াবহ এই দুর্ঘটনায় এসব মানুষের প্রাণহানি হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে।


বিজ্ঞাপন


রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করলেও কতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে তা জানাতে পারেননি। তবে স্থানীয় বেশ কয়েকটি সূত্র পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

বেশ কয়েকজন যাত্রী বলেন, ভৈরব জংশনে আসার পর একটি মালবাহী ট্রেন এগারসিন্ধুর ট্রেনটিকে ধাক্কা দেয়। এরপর ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা ট্রেনের ভেতরে আটকেপড়াদের উদ্ধারের চেষ্টা করছেন।

এমআর


বিজ্ঞাপন


 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর