কিশোরগঞ্জের ভৈরবে এগারসিন্ধুর ট্রেনের সঙ্গে কন্টেইনারবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনায় মালবাহী ট্রেনটি সরানো হয়েছে। এখন লাইনচ্যুত হওয়া এগারসিন্ধুর ট্রেনের বগি উদ্ধারের চেষ্টা চলছে।
দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর আখাউড়া ও ঢাকা থেকে দুটি রিলিফ ট্রেন ভৈরবে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। শুরুতে মালবাহী ট্রেনটি সরিয়ে নেওয়া হয়। এরপর দুমড়ে মুচড়ে যাওয়া এগারসিন্ধুর ট্রেনের বগিগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছে রিলিফ ট্রেন।
বিজ্ঞাপন
সোমবার (২৩ অক্টোবর) বিকেল তিনটার দিকে ভৈরবে এগারসিন্ধুর ট্রেনের পেছনে ধাক্কা দেয় একটি মালবাহী ট্রেন। এতে ঢাকার উদ্দেশে রওনা হওয়া এগারসিন্ধুর ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে শেষের তিনটি বগি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বহু মানুষ। আহতদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের পাশাপাশি র্যাব ও বিজিবি কাজ করছে।
বিজ্ঞাপন
দুর্ঘটনার পরই দুটি উদ্ধারকারী দুটি ট্রেন ভৈরবের উদ্দেশ্যে রওনা হয়। এর একটি যায় আখাউড়া থেকে। অন্যটি যায় ঢাকা থেকে।
দুর্ঘটনার কারণ তদন্ত করতে দুটি কমিটি গঠন করেছে রেলওয়ে। দুটি তদন্ত কমিটিতেই পাঁচজন করে সদস্য রাখা হয়েছে। কমিটিতে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রেল পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম জানান, পূর্বাঞ্চলের চিফ ও বিভাগীয় পর্যায়ে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে। চিফ পর্যায়ে পাঁচজন ও বিভাগীয় পর্যায়ে পাঁচজনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
চিফ পর্যায়ে কমিটিতে রয়েছেন-রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, প্রধান যান্ত্রিক প্রকৌশলী তাপস কুমার দাস, প্রধান প্রকৌশলী মো. আবু জাফর মিঞা, প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী সুশীল কুমার হালদার এবং প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. ইবনে সফি আব্দুল আহাদ।
বিভাগীয় পর্যায়ে কমিটিতে রয়েছেন-বিভাগীয় পরিবহন কর্মকর্তা, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, বিভাগীয় প্রকৌশলী, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী ও বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী।
নাজমুল ইসলাম বলেন, এগারসিন্ধুর ট্রেনকে কন্টেইনারবাহী ট্রেন এসে হিট করেছে। পার্শ্ব সংঘর্ষ বা সাইড কোলিশন হয়েছে। ডিজরিগার্ড অব সিগন্যালে (সিগন্যাল অমান্য) ছিল মালবাহী ট্রেনটি।’
দুর্ঘটনার জন্য কনটেইনারবাহী ট্রেনকে দায়ী করে এর লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার ও গার্ডকে বরখাস্ত করেছে বাংলাদেশ রেলওয়ে।
এমআর




























