মৃত্যু এসেছে, মরতে হয়েছে।
কয়জন পেরেছে মরতে,
নিজ চিকিৎসা কেন্দ্রে?
কয়জন পেরেছে জায়গা করতে
সারা দেশের মানুষের মাঝে?
পেরেছে তা একজন,
সকলের আপনজন,
নাম তার জাফরুল্লাহ চৌধুরী।
বেসেছিল ভালো সে নিজের দেশকে,
সম্মান পেয়েছে সে,
সব জায়গা থেকে।
বিজ্ঞাপন
ভালো থেকো মৃত্যুর পরে,
বাকি সময় ধরে।
বুকে রাখিব ধরে তোমারে,
মোরা আদর যত্ন করে।
সবার ভালোবাসা অর্জন করা
একটি কঠিন কাজ,
সেটা জানে সর্বজন।
বেঁচে থাকো মরে তুমি
হয়ে আপনজন।
লেখক: রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন।
[email protected]
















































