রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাভারে দাফন করা হবে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৩, ০২:৪৮ পিএম

শেয়ার করুন:

সাভারে দাফন করা হবে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে সাভারে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ছেলে পরিবেশবিদ বারিক চৌধুরী। 

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে জানাজা পূর্ব মুহূর্তে পরিবার থেকে দেওয়া বক্তব্যে এসব কথা জানান তিনি। 


বিজ্ঞাপন


পরিবারের পক্ষ থেকে ছেলে পরিবেশবিদ বারিস চৌধুরী বলেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু বিজয়ের মাধ্যমে তার যুদ্ধ শেষ হয়নি। তার কাছে সব থেকে বড় ছিল দেশ ও দেশের মানুষের অধিকার। তিনি আমৃত্যু তার জন্য কাজ করে গেছেন। আমাদেরও তাই করে যেতে বলেছেন।

লাশ দাফন প্রসঙ্গে তিনি বলেন, আমার বাবার ইচ্ছা ছিলো তার লাশ যেন চিকিৎসা বিজ্ঞানের জন্য দান করে দেওয়া হয়। তার সন্তান হিসেবে বাবার ইচ্ছা অনুযায়ী লাশ দান করতে চেয়েছিলাম। এর জন্য গণস্বাস্থ্য কেন্দ্র ও ঢাকা মেডিকেল কলেজের সঙ্গে আলোচনা করেছি। কিন্তু তার প্রতি সম্মান রেখে কোনো হাসপাতালই তার লাশ কাটাকাটি করতে রাজি হয়নি।  তাই সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে তার লাশ দাফন করা হবে।

জানাজায় উপস্থিত সবার উদ্দেশে তিনি বলেন, এমন কেউ নেই, যে বাবার লাশকে ছুরি লাগাবে। এটা তার প্রতি সম্মানার্থে বলা হয়েছে। তিনি সারাজীবন দেশ ও দেশের মানুষের জন্য কাজ করেছেন। সেই সম্মানবোধ থেকে তার লাশে কেউ হাত দিতে রাজি হয়নি। এতে কেউ রাজি না হলে আমাদের তো কিছু করার নেই। তাই আগামীকাল বৃহস্পতিবার স্বাধীন বাংলাদেশের প্রথম মেডিকেল সেন্টার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে তাকে দাফন করা হবে। 

তিনি বলেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি এদেশের মানুষের জন্য এত বছর কাজ করলেন, বিশেষ করে গরিব মানুষের স্বাস্থ্যসেবার জন্য কাজ করেছেন। 


বিজ্ঞাপন


এমএইচ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর