রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন জাফরুল্লাহ চৌধুরী’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৩, ০২:০৫ পিএম

শেয়ার করুন:

‘অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন জাফরুল্লাহ চৌধুরী’

ডা. জাফরুল্লাহ চৌধুরী সব সরকারের আমলে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক অসিফ নজরুল। 

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। 


বিজ্ঞাপন


অধ্যাপক আসিফ নজরুল বলেন, তিনি আমাদের চেয়ে অনেক বয়োজ্যেষ্ঠ ছিলেন, অসুস্থ ছিলেন। তারপরও যেকোনো সরকারের আমলে অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে সবসময় সোচ্চার ছিলেন। তার অবস্থান দেখে, আমাদের ইতস্তত ও লজ্জা লাগতো। এই ভেবে যে তিনি অসুস্থ অবস্থায় এমন প্রতিবাদী থাকতে পারলে আমরা কেন সত্য ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারব না।

তিনি আরও বলেন, জাফরুল্লাহ চৌধুরী দল-মত নির্বিশেষে সবার ভালোবাসায় সিক্ত হয়েছেন। এটা দেখে আমার খুব ভালো লাগছে। 

জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মামলা হওয়া প্রসঙ্গে অধ্যাপক নজরুল বলেন, জীবিত অবস্থায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। অনেকে অনেক কথা বলেছে। কিন্তু আজকে তিনি মারা যাওয়ার পরে সবাই শোক জানাচ্ছে। ভালোবাসা জানাচ্ছে। এ থেকে প্রমাণিত হয়, যারা নিজের স্বার্থের কথা চিন্তা না করে মানুষের জন্য কথা বলে, কাজ করে তারা সবার ভালোবাসা পায়। আর এই ভালোবাসাটা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

এমএইচ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর