রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডা. জাফরুল্লাহ গুরুতর অসুস্থ, দোয়া কামনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৩, ০৬:১৯ পিএম

শেয়ার করুন:

ডা. জাফরুল্লাহ গুরুতর অসুস্থ, দোয়া কামনা
ফাইল ছবি

কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গত কয়েক দিন তার অবস্থা আরও খারাপ হয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এই তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, বর্তমানে ডা. জাফরুল্লাহ চৌধুরী ঢাকাস্থ ধানমন্ডি নগর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক বি. জেনারেল ডা. মামুন মোস্তাফীর (অব.) অধীনে চিকিৎসা নিচ্ছেন। আমাদের বিজ্ঞ চিকিৎসকসহ দেশের স্বনামধন্য চিকিৎসকরা তাঁর চিকিৎসার দেখভাল করছেন। বাকিটা আল্লাহ ভরসা। এই মুহূর্তে সবার দোয়া খুবই দরকার।

মিন্টু জানান, গণস্বাস্থ্য পরিবার, গণস্বাস্থ্য কেন্দ্র ও সহযোগী সংস্থাগুলোর কর্মকর্তা এবং কর্মচারীদের পক্ষে দেশবাসীর কাছে ডা. জাফরুল্লাহর জন্য দোয়া চাওয়া হয়েছে।

এদিকে আজ শুক্রবার (৭ এপ্রিল) পবিত্র জুমার নামাজের পর তার সুস্থতায় দোয়ার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য পরিবার, গণস্বাস্থ্য কেন্দ্র ও সহযোগী সংস্থাসমূহের কর্মকর্তা এবং কর্মচারীরা।

ডিএইচডি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর