রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থা নিয়ে যা বললেন চিকিৎসক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩, ০১:৩২ পিএম

শেয়ার করুন:

ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থা নিয়ে যা বললেন চিকিৎসক

গুরুতর অসুস্থ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী সোমবার সকাল থেকে লাইফ সাপোর্টে আছেন। একদিন পরও শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও অবস্থার অবনতি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. মহিবুল্লাহ খন্দকার এ তথ্য জানিয়েছেন।


বিজ্ঞাপন


ডা. মহিবুল্লাহ বলেন, 'ডা. জাফরুল্লাহ লাইফ সাপোর্টে আছেন। গতকাল রাত থেকে এ পর্যন্ত তার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। ভালো দিক হচ্ছে, শারীরিক অবস্থার অবনতি হয়নি। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।'

তিনি আরও বলেন, ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থার উন্নতির চেষ্টা করে যাচ্ছি আমরা।

এর আগে সোমবার সকাল সাড়ে দশটার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। রোববার তার চিকিৎসার জন্য উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ডে কিডনি, মেডিসিন, ভাসকুলার সার্জন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, ইনটেনসিভিস্ট চিকিৎসক আছেন।

গত ৫ এপ্রিল গুরুতর অসুস্থ হয়ে পড়েন ডা. জাফরুল্লাহ। পরে তাকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে নেওয়া হয়।


বিজ্ঞাপন


দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন ডা. জাফরুল্লাহ। করোনার পর কিডনি সমস্যার পাশাপাশি তার লিভারেও সমস্যা দেখা দেয়। এছাড়া তিনি অপুষ্টি‌সহ গুরুতর সেপ‌টি‌সে‌মিয়ায় আক্রান্ত।

বিইউ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর