রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জাফরুল্লাহ চৌধুরীর দাফন না দেহদান, জানা যাবে সকালে 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩, ০৪:১১ এএম

শেয়ার করুন:

জাফরুল্লাহ চৌধুরীর দাফন না দেহদান, জানা যাবে সকালে 

সদ্য প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যু পরবর্তী সার্বিক কার্যক্রম নিয়ে আনুষ্ঠানিক কথা বলবে তার হাতে গড়া গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ড। 

মঙ্গলবার দিবাগত রাত ২ টা ৩০ মিনিটে গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু জানিয়েছেন বুধবার (১১এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে পরবর্তী সার্বিক কার্যক্রম নিয়ে গণমাধ্যমে কথা বলবেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও শ্রদ্ধা নিবেদন কমিটির আহ্বায়ক অধ্যাপক আলতাফুন্নেছা ।


বিজ্ঞাপন


এদিকে জানা গেছে, মৃত্যুর আগে নিজের দেহদান করার অসিয়ত করে গেছেন এই বীর মুক্তিযোদ্ধা। তবে সেক্ষেত্রে যে আইনী প্রক্রিয়া অবলম্বন করতে হয় তা শেষ করে যেতে পারেননি ডা. জাফরুল্লাহ চৌধুরী। যে কারণে বিষয়টি নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে। 

এখন জাফরুল্লাহ চৌধুরীকে দাফন করা হবে নাকি দেহদান করার বিষয়টি চূড়ান্ত করা হবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে বুধবার সকাল পর্যন্ত।

এদিকে দেহদানের বিষয়টি গণস্বাস্থ্য কেন্দ্র সংশ্লিষ্ট একাধিক মাধ্যমে চেষ্টা করেও পরিষ্কার কোনো বক্তব্য মিলছে না। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো তথ্যে দাফনের বিষয় নিয়ে‌ও কিছু বলা হয়নি। সাধারণত বিশিষ্টজনদের মৃত্যুর পর দাফন সংক্রান্ত তথ্যই জানানো হয়।

একটি সূত্রে জানা গেছে, জাফরুল্লাহ চৌধুরী বারডেম হাসপাতালে মরণোত্তর দেহদান করে গেছেন।


বিজ্ঞাপন


এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু বলেছেন, বিষয়টি পরিস্কার নয়। তবে তিনি যদি ওসিহত করে থাকেন অবশ্যই দেহদান করা হবে।

তবে পারিবারিক একটি সূত্রের বরাত দিয়ে অন্য একটি মাধ্যমের তথ্য বলছে, জাফরুল্লাহ চৌধুরী পরিবারের সদস্যদের মরণোত্তর দেহদান করার কথা বলে গেছেন। সে অনুযায়ীই সবকিছু হবে। বুধবার সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে বিষয়টি নিয়ে মঙ্গলবার রাতেই বৈঠক করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক আলতাফুন্নেছা,জাফরুল্লাহ চৌধুরীর  স্ত্রী শিরিন হক, বৃষ্টি চৌধুরী। 

জানা গেছে, মরণোত্তর দেহদান সংক্রান্ত কাগজপত্র সম্পন্ন করতে না পারায় আইনগত কিছু জটিলতা আছে। তবে পরিবার চাচ্ছে কোনো জটিলতা তৈরি না হলে দেহদান করবে।

বিইউ/একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর