রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘চিকিৎসা সেবায় জাফরুল্লাহ চৌধুরীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩, ১১:৩১ এএম

শেয়ার করুন:

‘চিকিৎসা সেবায় জাফরুল্লাহ চৌধুরীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শোকবার্তায় মো. তাজুল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধ ও দেশের চিকিৎসা সেবায় জাফরুল্লাহ চৌধুরীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।


বিজ্ঞাপন


তার মৃত্যুতে দেশবাসী একজন অনুকরণীয় আদর্শ এবং দেশপ্রেমিক ব্যক্তিকে হারালো বলেও মন্তব্য করেন স্থানীয় সরকারমন্ত্রী।

এ সময় জাতীয় ওষুধ নীতি প্রণয়ন ও গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলে কম খরচে দরিদ্র মানুষের চিকিৎসা সেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবদানের কথা স্মরণ করেন মো. তাজুল ইসলাম। 

মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাফরুল্লাহ চৌধুরী। তার বয়স হয়েছিল ৮২ বছর।

ডিএইচডি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর