রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডা. জাফরুল্লাহ শেষবারের মতো গণস্বাস্থ্য কেন্দ্রে যাবেন শুক্রবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩, ০১:৫৭ পিএম

শেয়ার করুন:

ডা. জাফরুল্লাহ শেষবারের মতো গণস্বাস্থ্য কেন্দ্রে যাবেন শুক্রবার

ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। এরপর রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে মুক্তিযুদ্ধের এই সংগঠকের মরদেহ। মৃত্যুর পর আগামী শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় শেষবারের মতো তার মরদেহ সাভারে অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হবে।

ডা. জাফরুল্লাহর হাতে গড়া এই প্রতিষ্ঠানে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানাবেন। জুমার নামাজ শেষে সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন


এর আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ। একইসঙ্গে সেখানে রাষ্ট্রীয়ভাবেও তাকে সম্মান জানানো হবে।

বুধবার (১২ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারপারসন আলফাতুন নেসা মায়া সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরীর ভাই বিদেশে আছেন। তিনি দেশে ফিরে তারপর মরদেহ কখন ও কোথায় দাফন করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১০টা ৪০ মিনিটের দিকে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। ৮২ বছর বয়সী ডা. জাফরুল্লাহ কিডনি জটিলতায় ভুগছিলেন বহু বছর ধরে। কয়েক দিন আগে তার বার্ধক্যজনিত জটিলতাগুলো খারাপের দিকে যায়। এমন অবস্থায় গত বুধবার (৫ এপ্রিল) গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত রোববার (৯ এপ্রিল) তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এর প্রধান সমন্বয়কারী ছিলেন অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফী।


বিজ্ঞাপন


১৯৭১ সালে জাফরুল্লাহ চৌধুরী যুক্তরাজ্য থেকে দেশে ফিরে ভারতের আগরতলায় গেরিলা প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি বাংলাদেশ ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করে তা পরিচালনা করেন। মুক্তিযুদ্ধের পর সেই হাসপাতালের নামেই একটি প্রতিষ্ঠান গড়তে চেয়েছিলেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আলোচনা করে নাম ঠিক করেন গণস্বাস্থ্য কেন্দ্র।

হাসপাতালের পাশাপাশি ওষুধ উৎপাদনকারী কোম্পানিও গড়েছেন জাফরুল্লাহ চৌধুরী। ১৯৮২ সালে দেশে প্রথমবারের মতো ঔষধ নীতি প্রণয়নেও তার ভূমিকা ছিল।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর