রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লাইফ সাপোর্টে অপরিবর্তিত ডা. জাফরুল্লাহ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩, ১২:৪১ এএম

শেয়ার করুন:

লাইফ সাপোর্টে অপরিবর্তিত ডা. জাফরুল্লাহ

গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে থাকা গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। 

সোমবার (১০ এপ্রিল) সকাল দশটার দিকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে নেওয়ার পর থেকে রাত আটটা পর্যন্ত একই অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে। 


বিজ্ঞাপন


গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু সোমবার রাত সাড়ে আটটার দিকে চিকিৎসকের বরাত দিয়ে একথা জানান। 

তিনি জানান, চিকিৎসকরা জাফরুল্লাহ চৌধুরীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। 

জাহাঙ্গীর আলম মিন্টু আরও জানান, মেডিকেল বোর্ডের প্রধান  অধ্যাপক বি. জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফী গণমাধ্যমের উদ্দেশ্যে বলেছেন, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। তিনি এখন গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসা সেবা চলছে। গণস্বাস্থ্য পরিবার দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।

বিইউ/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর