সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও বরেণ্য চিকিৎসক ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে শোকাচ্ছন্ন সবাই। তার কর্মময় জীবন নিয়ে যে যার মতো মূল্যায়ন করছেন। শোক প্রকাশ করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে তার প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্রের দীর্ঘ সময়ের সহযোদ্ধা অধ্যাপক ব্রি. জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফীর মূল্যায়ন খানিকটা ভিন্ন।
জাফরুল্লাহ চৌধুরীর জীবনের শেষ দিনগুলোতে কাছ থেকে চিকিৎসা পরামর্শ দেয়া ও চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী মামুন মোস্তাফী মনে করেন, ডা. জাফরুল্লাহর মতো একজন সৎ, নির্ভেজাল মানুষ পৃথিবীতে সব সময় আসে না। তার মতো সাহসী মানুষও তিনি দ্বিতীয় কাউকে দেখেননি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১১এপ্রিল) রাতে জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর খবরও নিশ্চিত করেন এই চিকিৎসক। পরে তিনি জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে মূল্যায়ন করতে গিয়ে এসব কথা বলেন।
ডা. জাফরুল্লাহ প্রসঙ্গে তিনি বলেন, আমার জীবনে সবচেয়ে বড় সম্মানের বিষয় হলো আমি ডা. জাফরুল্লাহ সঙ্গে কাজ করতে পেরেছি, তার মতো দ্বিতীয় একটা মানুষ এখনো দেখিনি।
বলেন, ডা. জাফরুল্লাহর মতো একজন সৎ, নির্ভেজাল মানুষ পৃথিবীতে সব সময় আসে না। মহান আল্লাহর কাছে আমি অশেষ কৃতজ্ঞতা জানাই এ জন্য যে ডা. জাফরুল্লাহর সঙ্গে আমি দীর্ঘদিন যাবত কাজ করতে পেরেছি।
এই বরেণ্য চিকিৎসকের কর্মময় জীবনের কথা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, শুধু চিকিৎসা সেবায় জাফরুল্লাহর অবদান নয়, সমাজ ও রাজনীতিতেও তিনি অনেক অবদান রেখেছেন। আমার দৃষ্টিতে তিনি একজন অত্যন্ত তীক্ষ্ণ ও দূরদর্শী মানুষ ছিলেন। উনার যেসব চিন্তা-চেতনা সেগুলো দেশের জন্য খুবই দরকারি ছিল। এ রকম একটা মানুষ সমাজে থাকাটাই সমাজের জন্য একটা সম্পদ। তিনি যা ভালো মনে করতেন তাই করতেন, এমন সাহসী মানুষ দ্বিতীয়টা হয়তো আর আসবে না।
মামুন মোস্তাফী বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী শুধু নিজেই সমাজের জন্য সব কিছু করেননি, আরও বহু মানুষকে অবদান রাখারও ব্যবস্থা করে দিয়েছেন। যারা সমাজের ভাল চান, তারা জাফরুল্লাহ চৌধুরীকে সহযোগিতা করেছেন বলেই এই কাজগুলো করতে পেরেছেন।
জাফরুল্লাহ চৌধুরীর রেখে যাওয়া কাজগুলো এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করে এই চিকিৎসক বলেন, ডা. জাফরুল্লাহ আমাদের মাঝে নেই, এখন আমাদের দায়িত্ব হলো তার কাজগুলোকে যথাযথভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। যাতে করে তার হাতে গড়া জিনিসগুলো হারিয়ে না যায়। পাশাপাশি উনার অসমাপ্ত কাজগুলো আমরা সবাই মিলে যেন সম্পন্ন করতে পারি সেটাই এই মুহূর্তের চাওয়া।
বিজ্ঞাপন
বিইউ/একে
















































