মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

বিমানবালা এখন জাপান এয়ারলাইন্সের প্রেসিডেন্ট

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৪, ০৩:২৭ পিএম

শেয়ার করুন:

loading/img

একসময় বিমানবালা হিসেবে চাকরি করতেন মিটসুকি টটরি। এখন তিনি জাপানের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থার প্রেসিডেন্ট।

মিটসুকি টটরি হলেন জাপান এয়ারলাইন্সের প্রথম নারী প্রেসিডেন্ট। বিশ্বের খুব কম বিমান সংস্থার নেতৃত্বে আছেন নারীরা।


বিজ্ঞাপন


১৯৮৫ সালে মিটসুকি টটরি জাপান এয়ারলাইন্সে বিমানবালা হিসেবে যোগ দিয়েছিলেন।

আরও পড়ুন

উড়োজাহাজ কীভাবে আকাশে ওড়ে? জানলে অবাক হবেন
উড়োজাহাজ নিয়ে চমকপ্রদ তথ্য জানুন
উড়োজাহাজ কেন সাদা রঙের হয়?
উড়োজাহাজ কী দিয়ে তৈরি?
বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ ‘রক’
প্রতি লিটার জ্বালানিতে উড়োজাহাজ কত দূর যায়?

আগামী ১ এপ্রিল প্রতিষ্ঠানটির তিনি বর্তমান প্রেসিডেন্ট ইউজি আকাসাকার স্থলাভিষিক্ত হবেন। আর বর্তমান প্রেসিডেন্ট ইউজি আকাসাকা হবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।

জাপান এয়ারলাইন্সের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পাওয়ার পর এক প্রতিক্রিয়া মিটসুকি টটরি জানান, এটি নারীদের আরও এগিয়ে যেতে সাহস যোগাবে।


বিজ্ঞাপন


মিটসুকি টটরি ২০১৫ সালে প্রতিষ্ঠানটির ডিরেক্টর (কেবিন ক্রু) হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

নিরাপত্তা নিশ্চিত করাকেই প্রাধান্য দেবেন জানিয়ে তিনি বলেন, এয়ারলাইন্সের ক্ষেত্রে নিরাপত্তাই মূল বিষয়। আমিও এই নীতিতে অটুট থাকব।

উল্লেখ্য, ২০২২ সালের বিশ্বের শীর্ষ ১০০টি এয়ারলাইন্সের মধ্যে ১২টির নেতৃত্বে ছিলেন নারীরা।

আরও পড়ুন

বিমানবালা হওয়ার যোগ্যতা কী?
বিমানবালার কাজ কী? 
বিমানবালা: শারীরিক সৌন্দর্য নাকি যোগ্যতা জরুরি
বিমানবালার কাজ কি শুধু বিমানে খাবার পরিবেশন করা?
বিমানবালার বেতন কত?
বিমানবালা নিয়ে ১০ মজার তথ্য আপনাকে অবাক করবে
বিমানবালার প্রেমে কেন পড়েন পুরুষরা

সূত্র: বিবিসি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub