শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

উড়োজাহাজ কেন সাদা রঙের হয়?

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৩, ১২:১১ পিএম

শেয়ার করুন:

loading/img

আপনি যদি আকাশে উড়ন্ত বিমান দেখে থাকেন তবে খেয়াল করলে দেখবেন বেশিরভাগেরই রঙ সাদা। বিশেষ করে যাত্রীবাহী বিমানগুলো সাদা রঙের হয়। তবে সামরিক বিমানগুলো ভিন্ন রঙেরও হয়। 

বিমান কেন সাদা রঙের হয়?


বিজ্ঞাপন


উড়োজাহাজে উড়ান পরিচালনাকারী প্রতিষ্ঠানের লোগো বা ব্র্যান্ডিং করা থাকলেও বেশিরভাগ অংশ জুড়েই সাদার আধিক্য থাকে।  আপনার মনে হয়তো প্রশ্ন জাগে, বিমানের রঙ সাদা হয় কেন? অন্য রঙ নয় কেন?

planeসাদা রঙ সূর্যের আলো থেকে রক্ষা করে

আসলে বিমানটি বিমানবন্দরে পার্ক করা হোক বা উড়ন্ত অবস্থায় সবসময়ই সূর্যের আলোর মধ্যে থাকে। সূর্যের ইনফ্রারেড রশ্মির কারণে উত্তপ্ত হতে পারে। কিন্তু সাদা রঙের কারণে সূর্যের আলো বিমানে প্রতিফলিত হয়ে ফিরে যায়, ফলে বিমানের ভেতরটি উত্তপ্ত হয় না।

বারবার রঙ করার দরকার নেই


বিজ্ঞাপন


বিমানটি উড়ে যাওয়া থেকে রানওয়েতে অবতরণ করা পর্যন্ত বিভিন্ন পরিবেশের মধ্যে দিয়ে যায়। ভিন্ন পরিবেশের মধ্যে চলাচল কারণে যেকোনো রঙ বিবর্ণ হতে পারে, কিন্তু সাদার ক্ষেত্রে এমনটা হয় না। ফলে বিমানে বারবার রঙ করার প্রয়োজন হয় না। বিমানগুলো অন্য রঙের হলে রক্ষণাবেক্ষণের খরচ আরো বেড়ে যেত।

planeফাটল সহজে দৃশ্যমান হয়

প্রতিটি বিমান ওড়ার আগে একবার ভালো করে পর্যবেক্ষণ করা হয়। তবে সাদা রঙ হওয়ার কারণে কোনো জায়গায় ফাটল থাকলে তা সহজে দেখা যায়। বিমানটি যদি অন্য রঙের হতো তাহলে ফাটল বোঝা যেত না এবং দুর্ঘটনা ঘটতে পারত। সম্ভবত বিমান সাদা রঙ করার এটিও একটি কারণ। 

সাদা রঙ পাখির আঘাত থেকে রক্ষা করে

মাঝেমধ্যেই বিমানে বার্ড স্ট্রাইকের ঘটনা ঘটে। তবে এই দুর্ঘটনা অনেকটাই কমে এসেছে সাদা রঙ হওয়ার কারণে। আসলে পাখিরা নীল আকাশের দূর থেকে সাদা রঙ ভালো দেখতে পায়। এর ফলে বার্ড স্ট্রাইকের মতো ঘটনা ঘটে না এবং যাত্রীরা নিরাপদে যাতায়াত করেন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন