সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

হাতিয়ায় নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ

উপজেলা প্রতিনিধি, হাতিয়া
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ১০:৫৩ পিএম

শেয়ার করুন:

loading/img

গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে হাতিয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে অংশগ্রহণকারী বিক্ষুব্ধ জনতা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করে।

সোমবার (৭ এপ্রিল) বিকালে উপজেলা সদরে ইসলামি সমমনা দলগুলোর উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।  


বিজ্ঞাপন


এতে ইসলামি আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি ভিন্ন ভিন্ন ব্যানারে অংশগ্রহণ করেন। উপজেলা পরিষদ মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা জিরো পয়েন্টে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, হাতিয়া উপজেলায় নির্বাচনে জামায়াতের প্রার্থী শাহ মাহফুজুল হক চৌধুরী, পৌরসভা জামায়াতে আমির মাওলানা তাওফিকুল ইসলাম, অ্যাডভোকেট ফজলে আজিম তুহিন সহ বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিনবৃন্দ।

এর আগে, পূর্ব নির্ধারিত এই বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার জন্য বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল উপজেলা পরিষদ মাঠে এসে মিলিত হয়। আসরের নামাজের পর সমবেত জনতা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। মিছিলে বিভিন্ন ব্যানার ফেস্টুন ছাড়াও নেতানিয়াহুর কুশপুত্তলিকা প্রদর্শন করা হয়। এক পর্যায়ে মিছিলকারীরা কুশপুত্তলিকায় আগুনে পুড়িয়ে দেয়া হয়।

এদিকে হাতিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজারগুলোতেও একই দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকল মিছিল থেকে ইসরায়েলী পণ্যসামগ্রী বর্জনের দাবি জানান বিক্ষুব্ধ জনতা।  


বিজ্ঞাপন


সম্প্রতি গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলার প্রতিবাদে মুসলিম বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন