কক্সবাজারের উখিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তাকে শারীরিকভাবে আহত ও লাঞ্ছিত করার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে নির্বাচন কমিশনের (ইসি) মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। এজন্য মাঠ পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর সহায়তা চেয়েছেন।
সোমবার (৭ এপ্রিল) বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের পাঠানো বিজ্ঞপ্তি থেকে এমন তথ্য জানা যায়।
বিজ্ঞাপন
এতে আরও উল্লেখ করা হয়, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমানকে গত ৩০ মার্চ ভোরবেলায় (আনুমানিক ভোর ৫.০০ ঘটিকায়) সিয়াম পালনরত অবস্থায় তার নিজ গ্রামের বাড়িতে (হাইদগাঁও, পটিয়া, চট্টগ্রাম) অবস্থানকালীন ১০ থেকে ১৫ জন বহিরাগত সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ (বাঁশ, হাতুড়ি ইত্যাদি) প্ৰাণঘাতি হামলা চালায়। ওই ঘটনা নির্বাচন কমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের সঞ্চার করেছে।
বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেছে। বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন মনে করে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দায়িত্ব পালন করায় এ ধরনের ঝুঁকির সৃষ্টি হয়। এমতাবস্থায়, নির্বাচন কমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মাঠ পর্যায়ের কার্যালয়সমূহে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছে।
এমএইচএইচ/এফএ