শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

ইয়েমেনে মার্কিন বিমান হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ০৯:০১ এএম

শেয়ার করুন:

loading/img
ফাইল ছবি/এপি

ইয়েমেনের বিভিন্ন স্থানে বিমান হামলা অব্যাহত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রোববার (৬ এপ্রিল) দেশটির রাজধানী সানায় বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে নারী-শিশুসহ আরও ২০ জন আহত হয়েছেন।

সোমবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।


বিজ্ঞাপন


প্রতিবেদনে বলা হয়, রোববার সানার একটি বাড়িতে আঘাত হানা এই হামলায় চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২০ জনের বেশি, যাদের মধ্যে রয়েছেন নারী ও শিশু।

পাশাপাশি, সানার পশ্চিমে বনি মাতার জেলার আল-জাবাল আল-আসওয়াদ এলাকাতেও তিনটি বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে এই হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে, হুতিরা জানিয়েছে মার্কিন বিমান হামলায় তাদের ঘাঁটি সাদায় কমপক্ষে দুজন নিহত এবং নয়জন আহত হয়েছেন।

এদিকে, ইয়েমেনে বিমান হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই পোস্টে তিনি দাবি করেছেন, বিদ্রোহী গোষ্ঠী হুতির যোদ্ধাদের একটি সমাবেশের ওপর বিমান হামলা চালানো হয়েছে।


বিজ্ঞাপন


তবে ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছে হুতি। তারা বলেছে, নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানো হয়েছে।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে একের পর এক হামলা চালিয়ে আসছে হুতিরা। এরই প্রতিশোধে গত ১৫ মার্চ থেকে ইয়েমেনে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। হুতিদের স্থাপনা লক্ষ্য করে এখন পর্যন্ত ২০০টিরও বেশি হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন