রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

বস্তায় স্টিকার বার্ড ফুডের, ভেতরে রিং জাল!

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫, ১২:২৬ এএম

শেয়ার করুন:

loading/img
১০ বস্তা জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। ছবি: ঢাকা মেইল

ব্রাহ্মণবাড়িয়ায় কুরিয়ার সার্ভিসে আসা ১০ বস্তা নিষিদ্ধ রিং জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসব বস্তায় বার্ড ফুডের স্টিকার লাগানো ছিল।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে জেলা শহরের কান্দিপাড়া মাদরাসা রোড থেকে নিষিদ্ধ এই‌ রিং জাল জব্দ করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী।


বিজ্ঞাপন


অভিযান সম্পর্কে সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী জানান, একটি কুরিয়ার সার্ভিসের পিকআপভ্যানে করে নিষিদ্ধ রিং জাল এসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে জেলা শহরের কান্দিপাড়া মাদরাসা রোডে স্থানীয় কুরিয়ার সার্ভিসের সহায়তায় পিকআপভ্যানটি আটক করা হয়। পরে পিকআপভ্যানটি তল্লাশি করে পাখির খাবার (বার্ড ফুড) স্টিকারযুক্ত ১০টি প্লাস্টিকের বস্তা থেকে ৮০ পিস চায়না রিং জাল জব্দ করা হয়। জব্দ করা রিং জালের আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

এ সময় সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, জেলা মৎস্য অফিসের কর্মকর্তারা ও সদর মডেল থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন