মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজধানীতে সংকট গণপরিবহনের, ভোগান্তিতে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩, ০৯:০৩ এএম

শেয়ার করুন:

রাজধানীতে সংকট গণপরিবহনের, ভোগান্তিতে নগরবাসী
ছবি: ঢাকা মেইল

সরকার পতনের একদফা দাবি আদায়ে রাজধানীসহ সারাদেশে হরতাল পালন করছে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সমমনা বেশ কয়েকটি দল। আজ রোববার সকাল-সন্ধ্যা চলবে এই হরতাল। এদিন সকাল থেকে রাজধানীতে সংকট দেখা দিয়েছে গণপরিবহনের। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীকে। 

রোববার (২৯ অক্টোবর) রাজধানীর বিভিন্ন পয়েন্টে ব্যক্তিগত গাড়ি চোখে পড়লেও খুব একটা দেখা যায়নি গণপরিবহন। বেশকিছু সময় পরপর বাস এলেও যাত্রীদের উঠতে হচ্ছে গাদাগাদি করে। 


বিজ্ঞাপন


 

আরও পড়ুন

 

এদিকে গণপরিবহন সংকটে পড়ে অনেকেই অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে ছুটছেন মোটরসাইকেলে চড়ে। অনেকে আবার সিএনজিচালিত অটোরিকশা ও রিকশায় ভর করে ছুটছেন কর্মস্থলে। 


বিজ্ঞাপন


 

তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে গণপরিবহনের সংখ্যা। এতে কমে আসবে যাত্রীদের ভোগান্তি। 

অন্যদিকে সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা সকাল–সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে রাজধানীতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিন সকাল ৭টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়া বিভিন্ন স্পটে পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর