রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে বিজিবির মিডিয়া বিভাগ থেকে এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এতে বলা হয়েছে, আজকের হরতালে রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার জোরদারে বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকার বিভিন্ন এলাকায় বিশেষ করে কাকরাইল, পল্টন ও মতিঝিল এলাকায় বিজিবি টহল দিচ্ছে।
এর আগের দিন শনিবার রাজধানীতে বিভিন্ন ঘটনায় ১০ প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছিল।
এমআইকে/এইউ






































