মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হরতালে ভিন্ন চিত্র রাজধানীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩, ০২:০৫ পিএম

শেয়ার করুন:

হরতালে ভিন্ন চিত্র রাজধানীর

অনেক বছর পর হরতালের রাজনীতিতে ফিরেছে দেশ। বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা হরতাল শুরু হয়েছে সকাল ছয়টায়। চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এই হরতালকে কেন্দ্র করে রাজনীতির চিরচেনা রূপ অনেকটা পাল্টে গেছে। সড়কে সংকট রয়েছে গণপরিবহনের। রাস্তায় সাধারণ মানুষের সংখ্যাও কম। যেকোনো ধরনের অপ্রীতিকর অবস্থা রোধে মোড়ে মোড়ে পুলিশের সরব উপস্থিতি চোখে পড়েছে।

রোববার (২৯ অক্টোবর) রাজধানীর মগবাজার, মৌচাক, মালিবাগ ও রাজারবাগ এলাকা ঘুরে এসব চিত্র দেখা গেছে।


বিজ্ঞাপন


সাধারণ অবস্থায় রাজধানীর ব্যস্ততম মগবাজার সিগন্যালে গাড়ির দীর্ঘ লাইন দেখা গেলেও এদিন অনেকটাই যানবাহনশূন্য ছিল এলাকাটি। মাঝে মাঝে দুই একটা বাস চলাচল করলেও তা স্বাভাবিকের তুলনায় খুবই কম। পাশাপাশি অল্পসংখ্যক বাইক ও সিএনজি চলাচল করছে। ফলে সিগন্যালে গাড়ির চাপ লক্ষ্য করা যায়নি।

একই চিত্র মগবাজার ওয়ারল্যাসে। মগবাজার ফ্লাইওভার নামার স্থানটিতে গুলিস্তান, যাত্রাবাড়ী, রামপুরা ও বনশ্রীগামী বাসের চিরায়ত আনাগোনা নেই বললেই চলে। একইসঙ্গে যাত্রীদের দীর্ঘ অপেক্ষাও নেই। অল্পসংখ্যক যাত্রী দাঁড়িয়ে গণপরিবহনের অপেক্ষা করতে দেখা গেছে।

যাত্রীরা বলছেন, অন্য যেকোনো দিনের তুলনায় অপেক্ষমাণদের সংখ্যা অনেক কম। তবে পর্যাপ্ত গাড়ি না থাকায় তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে এবং বাসে উঠতে বেগ পেতে হচ্ছে।

গুলিস্তানের গাড়ির অপেক্ষায় থাকা জাহিদ হোসেন ঢাকা মেইলকে বলেন, হরতাল বা রাজনৈতিক সংঘাত যাই থাকুক আমাদের তো কাজে যেতে হবে৷ প্রয়োজন তো এড়ানো যায় না। অন্যদিনে এখানে যাত্রীর চাপ থাকে কিন্তু আজকে বাস যেন সোনার হরিণ। অল্প কয়েকজন অপেক্ষায় আছি, তবু গাড়িতে উঠতে বেগ পেতে হচ্ছে। কিছুক্ষণ আগে আসা গাজীপুর পরিবহনে চেষ্টা করেও উঠতে পারিনি।


বিজ্ঞাপন


Hortal22

মৌচাক, মালিবাগ মোড় ও রাজারবাগেও একই চিত্র লক্ষ্য করা গেছে। সড়কে গণপরিবহন না থাকলেও স্বাভাবিক দিনের মতোই রিকশার উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে তারা যাত্রী কম থামার অভিযোগ করেন।

মালিবাগ মোড়ের হোসাফ মার্কেটের সামনে যাত্রীর অপেক্ষায় থাকা গফুর মিয়া ঢাকা মেইলকে বলেন, রাজনৈতিক ঝামেলা মানেই আমাদের বিপদ। গতকাল শান্তিনগরের দিকে সড়ক বন্ধ ছিল। যাত্রী পরিবহন করতে পারিনি। আজকে ঝামেলা নেই তবে যাত্রী কম। বেলা এগারোটা বাজতে চললো, এখন পর্যন্ত মাত্র একটা ভাড়া মেরেছি।

হরতাল পরিস্থিতি কেমন দেখছেন জানতে চাইলে মৌচাক মার্কেটের সামনে থাকা রিকশা চালক জামাল উদ্দিন বলেন, সকাল থেকে গাড়ি আর যাত্রী কম। মোড়ে মোড়ে পুলিশ। কালকে মারামারি হওয়ায় সবাই ভয়ে আছে। এজন্যই মানুষ কম।

অন্য হারতালের সাথে আজকের তুলনা জানতে চাইলে এই রিকশাচালক বলেন, তিন বছর হলো ঢাকায় রিকশা চালাই। এর মধ্যে তো কোনো হরতাল দেখিনি।

তবে যাত্রী কম থাকলেও গণপরিবহন কম থাকায় রিকশাচালকরা অতিরিক্ত ভাড়া দাবি করছেন বলে অভিযোগ সাধারণ যাত্রীদের।

এদিকে এলাকাটিতে দীর্ঘ সময় ঘুরেও হরতালের সমর্থনে কোনো মিছিল বা পিকেটারকে দেখা যায়নি। তবে মোড়ে মোড়ে পুলিশের সতর্ক পাহারা রয়েছে। এছাড়া কিছুক্ষণ পরপরই টহল পুলিশের গাড়ি লক্ষ্য করা গেছে।

এমএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর