মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হরতালের সমর্থনে রিজভীর নেতৃত্বে মিছিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩, ১০:০৭ এএম

শেয়ার করুন:

হরতালের সমর্থনে রিজভীর নেতৃত্বে মিছিল

ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, গুলিবর্ষণ এবং অসংখ্য নেতাকর্মীকে আটক ও আহত করার প্রতিবাদে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি। হরতালের সমর্থনে রোববার (২৯ অক্টোবর) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড় থেকে সাইনবোর্ড পর্যন্ত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এতে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি ডা. রফিকুল ইসলাম, সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক


বিজ্ঞাপন


বখতিয়ার আহমেদ কচি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানবাধিকার সম্পাদক ব্যারিস্টার আবিদুল হক, যুবদল নেতা মশিউর রহমান রনি, স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন সালু, ছাত্রদল নেতা জুবায়ের রহমান জিকু।

এসময় তারা নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়েও বিক্ষোভ করেন।

নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর