মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুমিল্লায় পেট্রোল বোমা-ককটেলসহ আটক ৭

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩, ০১:১৪ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় পেট্রোল বোমা-ককটেলসহ আটক ৭

বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে কুমিল্লায় ককটেল বিস্ফোরণের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।

কুমিল্লা নগরীর চকবাজার ফয়সাল হাসপাতাল এলাকায় রোববার ( ২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় ছয়টি ককটেল ও ৯টি পেট্রলবোমা উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন আটকের বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা কামরান বলেন, সকাল সাড়ে ৮টার দিকে কান্দিরপাড় থেকে একটি মিছিল চকবাজারের দিকে যায়। ওই সময় হরতাল সমর্থকরা চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। আমরা সাতজনকে আটক করি।

টিবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর