মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজধানীতে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩, ০১:০১ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিল

বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রোববার (২৯ অক্টোবর) বেলা ১২টা নাগাদ ২৩, বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউ ও জিপিও এলাকা প্রদক্ষিণ করে।


বিজ্ঞাপন


মিছিলে অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফজাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ-সভাপতি দিলীপ বড়ুয়াসহ ঢাকা মহানগর দক্ষিণের নেতারা।

এরপর আরেকটি মিছিল বের করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতাকর্মীরা। বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু হয়ে পল্টন ঘুরে আবার বঙ্গবন্ধু এভিনিউতে এসে মিছিলটি শেষ হয়। এসময় তারা হরতালবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে নগর দক্ষিণ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা ২৩, বঙ্গবন্ধু এভিনিউ সামনে হরতালবিরোধী অবস্থান নেন।

বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থান নিয়েছেন কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ দক্ষিণ, আওয়ামী ওলামা লীগের নেতাকর্মীরাও।


বিজ্ঞাপন


কারই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর