মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হরতালে রাস্তায় গাড়ি কম

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩, ০৯:৪৩ এএম

শেয়ার করুন:

হরতালে রাস্তায় গাড়ি কম
ছবি: ঢাকা মেইল

বিএনপি ও জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। রোববার (২৯ অক্টোবর) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি শেষ হবে সন্ধ্যা ৬টায়। এদিন সকালে রাস্তায় সীমিত আকারে গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। 

রোববার (২৯ অক্টোবর) মগবাজার, মৎসভবন, পল্টন, হাইকোর্ট, গুলিস্তান ও কোতোয়ালিসহ আশপাশের এলাকায় এমন চিত্র দেখা যায়। তবে অল্প কিছু প্রাইভেট কারে কিছু যাত্রী চলাচল করছেন। 


বিজ্ঞাপন


অন্যান্য দিন সকালে মগবাজার মোড় এলাকায় যানজট লেগে থাকলেও আজকের চিত্র ভিন্ন। গণপরিবহন কম, সীমিত আকারে চলছে সিএনজিচালিত অটোরিকশা আর রিকশা।

আরও পড়ুন

এদিকে হরতাল ঘিরে বাড়তি সতর্কতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এর মধ্যে কাকরাইল মসজিদ ও প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন এলাকায় বেশকিছু পুলিশ সদস্যকে টহল দিতে দেখা গেছে। 


বিজ্ঞাপন


অন্যদিকে হরতালের নামে অরাজকতা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

এর আগে গতকাল শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে সমাবেশস্থলে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতালের ডাক দেন। 

এআইএম/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর