মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডেমরায় বাসে আগুন, ভেতরে ঘুমন্ত হেলপারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩, ০৯:২২ এএম

শেয়ার করুন:

ডেমরায় বাসে আগুন, ভেতরে ঘুমন্ত হেল্পারের মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনের চালকের সহকারীরর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ডেমরার দেইলা এলাকায় এই ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্বৃত্তরা যখন বাসে আগুন দেয়, হেলপার নাজিম (১৮) তখন বাসে ঘুমন্ত অবস্থায় ছিলেন। পরে বাসের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন


 

আরও পড়ুন

 

ফায়ার সার্ভিসের সদর দফতরে দায়িত্বরত কর্মকর্তা আশরাফুল হালিম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 


বিজ্ঞাপন


 

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, যতটুকু তথ্য পেয়েছি- নাজিম অছিম পরিবহনের একটি বাসে চালকের সহকারী হিসেবে কাজ করতেন। ওই বাসটি রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় ছিল। চালক ও তার সহকারী বাসে ঘুমাচ্ছিলেন। ওই সময় আগুন দেওয়া হয়। এছাড়া নাজিমের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর