মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নাটোরে বিএনপির নেতাকে দুর্বৃত্তদের গুলি

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩, ১২:৩৭ পিএম

শেয়ার করুন:

নাটোরে বিএনপির নেতাকে দুবৃত্তদের গুলি

নাটোরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম আফতাবকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শহরের স্টেশন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


জেলা বিএনপির অন্যতম সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপির নেতা দেওয়ান শাহীন জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে স্টেশন বাজারে হরতাল পালনে তার নিজ বাড়ির সামনে সাইফুল ইসলাম আফতাব দাঁড়িয়েছিলেন। এসময় ২০/২৫টি মোটরসাইকেলে যোগে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ৩টি গুলি করে। এতে ২টি গুলি আফতাবের শরীরে বিদ্ধ হলে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ঢাকা মেইলকে বলেন, বিষয়টি শুনেছি। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জেনেছি। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর