মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাতক্ষীরায় শান্তিপূর্ণভাবে চলছে হরতাল, সতর্ক অবস্থানে পুলিশ

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩, ১০:৩৯ এএম

শেয়ার করুন:

সাতক্ষীরায় শান্তিপূর্ণভাবে চলছে হরতাল, সতর্ক অবস্থানে পুলিশ

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বিএনপি-জমায়াতের ডাকা হরতালে সাতক্ষীরায় কোনো প্রভাব পড়েনি।

রোববার (২৯ অক্টোবর) সকাল থেকেই স্বাভাবিক রয়েছে শহরের জীবনযাত্রা। হরতালে জেলার আঞ্চলিক সড়কগুলোতে বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সতর্ক অবস্থানে মোতায়েন করা হয়েছে পুলিশ। পুলিশ, ডিবি পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর টহলের কারণে কোথাও কোনো অপ্রিতীকর ঘটনা ঘটেনি। আর স্কুল, কলেজ, অফিস, আদালত, ব্যাংক, বীমা রয়েছে খোলা।


বিজ্ঞাপন


এদিকে, হরতাল প্রত্যাখ্যান করে বাস চলাচল অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ ও সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ।

জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ বলেন, জনবিরোধী এ হরতালে মালিক-শ্রমিকরা কখনো সাড়া দেবে না, তারা ঘৃণার সঙ্গে হরতাল প্রত্যাখ্যান করেছেন। মালিক-শ্রমিকরা হরতাল প্রত্যাখ্যান করে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন, সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বিএনপি ও জামায়াত-শিবিরের ডাকা রোববারের হরতালের ব্যাপারে মালিক সমিতির এবং শ্রমিক নেতাদের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাতক্ষীরা-খুলনা, সাতক্ষীরা-যশোর এবং সাতক্ষীরা-কালিগঞ্জ-আশাশুনি রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রয়েছে।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, পুলিশের কঠোর নজরদারির কারণে জেলার কোনো সড়কে পিকেটিং হয়নি। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর