শনিবার, ৪ মে, ২০২৪, ঢাকা

‘প্রান্তিক নারীদের পিছিয়ে রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়’

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৩, ০৩:৪০ পিএম

শেয়ার করুন:

‘প্রান্তিক নারীদের পিছিয়ে রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়’

পৃথিবীর সূচনা লগ্ন থেকেই বিভিন্নভাবে নারীদের অবদান ছিল। প্রান্তিক নারীদের পিছিয়ে রেখে দেশের সার্বিক উন্নয়ন কখনও সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

বুধবার(৮মার্চ) সকাল ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক সভাকক্ষে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন।


বিজ্ঞাপন


‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদফতর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময়, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি কবির ভাষায় আরও বলেন, কোনোকালে পুরুষ একা হয়নি জয়ী-সাথে থেকে প্রেরণা দিয়েছে, সাহস যুগিয়েছে বিজয় লক্ষী নারী। বর্তমানে দেশের সর্বোচ্চ পর্যায়ে নারী নেতৃত্ব থেকে শুরু করে প্রশাসনে একশ চৌষট্টি জন নারী যুগ্মসচিব, একশ চৌষট্টি জন অতিরিক্ত জেলা প্রশাসকসহ, সহকারী কমিশনার অনেক নারী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।

ডমে প্রু মারমার সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর, উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক অধিদফতরের কর্মকর্তা আতিয়া চৌধুরী, একেএস এর নির্বাহী পরিচালক ডনাই প্রু নেলী, মানবাধিকার কর্মী অংচ মং মারমা প্রমুখ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর