শুক্রবার, ৩ মে, ২০২৪, ঢাকা

সাহসী নারীরাই সফল উদ্যোক্তা: সানজিদা জেরিন

নাঈম ইসলাম
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৩, ০২:৪৫ পিএম

শেয়ার করুন:

সাহসী নারীরাই সফল উদ্যোক্তা: সানজিদা জেরিন

শেরপুরের শ্রীবরর্দীর পৌর শহরেরর বাসিন্দা সানজিদা জেরিন। উচ্চ মাধ্যমিক পর্যায় থেকেই পড়াশোনা করেছেন রাজধানীতে। মিরপুরের সরকারি বাঙলা কলেজ থেকে স্মাতকোত্তর ডিগ্রি শেষ করে চলে আসেন নিজ এলাকায়। বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করেন। প্রস্তাবও পান ভালো চাকরির, তবে নিজ জেলার বাইরে। কিন্তু ছোট থেকেই স্বপ্ন দেখতেন উদ্যোক্তা হয়ে নিজের জেলাতেই ভালো কিছু করার। সেই স্বপ্ন থেকেই এখন বেকার ও কর্মহীন নারীদের কাছে হয়েছেন আলোর দিশারী। ২০১৯ সালে অর্থনৈতিকভাবে সাফল্য অর্যনকারী নারী ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়ীতা পুরস্কার পেয়েছেন তিনি। তবে এ পথচলা তার সহজ ছিলো না। 

কীভাবে পরিবার সংসার সামলিয়ে নানা চড়াই-উৎড়াই পেরিয়ে স্বাবলম্বী হয়েছেন এবং আরও নারীকে স্বাবলম্বী করতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানে সহযোগিতা করছেন সে বিষয়ে খোলামেলা কথা বলেছেন ঢাকা মেইলের সঙ্গে। 


বিজ্ঞাপন


জেরিন জানান, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন প্রশিক্ষণ, যুব উন্নয়ন, বিসিক, সমাজসেবা অধিদফতর, উইমেন ই কমার্স, উদ্যোক্তা কমিউনিটি সেন্টার, মহিলা অধিদফতরসহ বিভিন্ন সংস্থা থেকে নিয়েছেন একাধিক প্রশিক্ষণ। এসব প্রশিক্ষণ নিয়ে গড়ে তুলেছেন ‘জেরিন বুটিক হাউজ’ নামের দুটি শো-রুম। একটি শ্রীবরদী হাসপাতাল গেইটে আরেকটি শেরপুর পৌর শহরের মাধবপুরে। তিনি বিউটি পার্লার নিয়েও কাজ করছেন। সংসারের কাজের ফাঁকে তার বুটিক পণ্য তৈরীতে কাজ করছেন প্রায় শতাধিক নারী। জেলার নারীদের আত্মনির্ভরশীলতা করতে ট্রেইনার হিসেবেও কাজ করে যাচ্ছেন তিনি।

auto

সানজিদা জেরিন ঢাকা মেইলকে বলেন, পড়াশুনা শেষ করার পর বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করি। জেলার বাইরে থেকে ভালো ভালো  চাকরির অফারও পেয়ে যাই। পরিবারের সবার ইচ্ছা ছিলো সেসব চাকরিতে যোগদান করার। কিন্তু আমার স্বপ্ন ছিলো নিজ জেলাতেই উদ্যোক্তা হয়ে ভালো কিছু করার। আর সেই স্বপ্ন থেকেই  ২০১৮ সালে ‘জেরিন বুটিক হাউজ’ শো-রুমের মাধ্যমে যাত্রা শুরু করি। তবে সেই যাত্রাটা সহজ ছিলো না। কারণ আত্মীয়স্বজন সবাই সমালোচনা করেছে, কেউই চায়নি আমি উদ্যোক্তা হই। তাদের কথা হল, মেয়ে রাজধানীতে পড়াশুনা করেছে, রাজধানীতেই চাকরি করবে। অনার্স-মাস্টার্স করে এসব করা মানায় না। তবে আমার ঝুঁকি নেওয়ার এ পথে স্বামী সহযোগীতা করেছে। এখন শ্রীবরদী ও শেরপুরের প্রায় শতাধিক নারী তাদের সংসারের পাশাপাশি বাড়িতে বসেই আমার বুটিক পন্য তৈরীতে কাজ করে যাচ্ছেন। আমি নারীদের পোশাক, নকশী কাঁথা, বিছানার চাদর ও ছেলেদের পাঞ্জাবি নিয়ে কাজ করি। আমার পণ্য ‘জেরিন বুটিক হাউজ’ ছাড়াও রাজধানী ও চট্টগ্রামের বেশ কয়েকটি শো-রুমে বিক্রি হয়। এছাড়াও অনলাইনেও বেশ সাড়া ফেলেছে আমার পন্য। শেরপুর শহরের মাধবপুরে আমার একটি শো-রুম ও পার্লার রয়েছে। সেখানে মহিলা অধিদফতর আমাকে পুরোপুরি সহায়তা করেছে। এখন আমি বুটিক ও পার্লারের পাশাপাশি চামড়ার বেল্ট ও ব্যাগ তৈরীর কাজ কওে যাচ্ছি।

নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘উদ্যোক্তাদের প্রথম যাত্রাটায় ঝুঁকি থাকে, উদ্যোক্তা মানেই যোদ্ধা। সাহসী না হলে উদ্যোক্তা হওয়া যায় না। তবে ব্যবসা শুরুর ক্ষেত্রে অর্থায়ন বাধা হয়ে দাড়াঁয়। এ জন্য ঋণ প্রয়োজন, এক্ষেত্রে যুব উন্নয়ন অধিদফতর ও বিসিক সহায়তা করে। সাহস করে লেগে থাকতে হবে। আর লেগে থাকলেই সফলতা আসবেই।’


বিজ্ঞাপন


hg

নাগরিক সংগঠন জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আযাদ জানান, ‘শেরপুরের নারী উদ্যোক্তারা হেয়া ক্যাপ, বুটিক আর নকশি কাঁথায় স্বপ্ন বুঁনছেন। এতে করে নারীরা জীবন জীবিকার তাগিদে কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি অতুলনীয় ভূমিকা রাখছেন। ফলে অনেক নারী হয়ে উঠেছেন উদ্যোক্তা। ঘুরাচ্ছেন সংসারের অর্থনীতির চাকা। অবদান রাখছে দেশের অর্থনীতিতেও। এদের মধ্যে সানজিদা জেরিন একজন।’

জেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবির বলেন, ‘আমরা নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরীতে কাজ করে যাচ্ছি। তারা প্রশিক্ষণ নিয়ে নিজেদের সংসারের হাল ধরছেন। পাশাপাশি দেশের অর্থনীতি ভূমিকা রাখছেন। সানজিদা জেরিন নিজে একজন উদ্যোক্তা পাশাপাশি অনেক নারীকে স্বাবলম্বী করতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানে সহযোগিতা করে যাচ্ছেন।’ 

gf

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শেরপুরের সম্প্রসারণ কর্মকর্তা আতাউর রহমান ফকির বলেন, ‘আমরা উদ্যোক্তাদের পাশে থেকে নিয়মিত সহযোগিতা করে যাচ্ছি। সম্প্রতি আমরা দু’দফায় ৫০জনকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এদের মধ্যে অনেকেরই ঋণের আওতায় আনা হয়েছে। যদি কোনো উদ্যোক্তা বিসিকের কাছে সহযোগিতা চায় তাহলে তাদের পরবর্তীতে সহযোগিতা করা হবে। পাশাপাশি উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী বুনিয়াদি প্রশিক্ষণ করানো হবে।’

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর