শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

ভুল করেছিলাম, আমিও তো মানুষ- হরভজন সিং

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৫, ০১:১৯ পিএম

শেয়ার করুন:

loading/img

আইপিএলের এবারের আসর শুরু হতে না হতেই সমালোচনার জন্ম দিয়েছিলেন হরভজন সিং। ভারতের সাবেক এই ক্রিকেটার খেলা ছেড়েছেন আরও আগেই, এখন ধারাভাষ্যে দেখা যায় তাকে। এবারও তাই করছেন তিনি। কদিন আগে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে রাজস্থান রয়্যালসের ম্যাচেও ধারাভাষ্য দিয়েছেন তিনি। সেই ম্যাচেই জফরা আর্চারকে কালো ট্যাক্সি ডেকেছিলেন তিনি। এ ঘটনায় সমালোচনার মুখে পড়েন তিনি। তিনি হরভজন ক্ষমা চেয়েছেন অন্য ইস্যুতে।

১৭ বছর আগে আইপিএলের একটি ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন ভারতের সাবেক এই ক্রিকেটার। ২০০৮ সালে আইপিএলের প্রথম মৌসুমে হরভজন ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটার। পঞ্জাব কিংসে খেলতেন এস শ্রীসান্থ। দুই দলের ম্যাচের পর মাঠেই শ্রীসন্থকে চড় মেরেছিলেন হরভজন। 


বিজ্ঞাপন


হরভজনের এমন কাণ্ডে মাঠেই কেঁদে ফেলেন শ্রীসান্থ। এই ঘটনার জন্য হরভজনকে আইপিএল থেকে নির্বাসিতও করা হয়েছিল। এর আগেও অনেক বার শ্রীসন্থের কাছে ক্ষমা চেয়েছেন হরভজন। আরও এক বার চাইলেন তিনি।

সম্প্রতি শ্রীসান্থকে চড় মারার একটি ভিডিও সামাজিকমাধ্যম এক্সে পোস্ট করেছেন এক সমর্থক। সেই ভিডিও শেয়ার করেই ক্ষমা চেয়েছেন হরভজন। তিনি লিখেন, “আমি ঠিক কাজ করিনি। ভুল করেছিলাম। আমার ওই কাজ করা উচিত ছিল না। কিন্তু আমি তো মানুষ। ঈশ্বর নই।”

এদিকে এবারের আসরে আইপিএলে রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ চলাকালীন আর্চারকে কালো ট্যাক্সির সঙ্গে তুলনা করেছিলেন হরভজন। এই ঘটনা নিয়েও শুরু হয়েছিল বিতর্ক। হরভজনের শাস্তির দাবি করেছিলেন অনেকে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড এই ঘটনায় কোনও মন্তব্য করেনি। হরভজনও তা নিয়ে মুখ খোলেননি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub