বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

এভারটনকে হারিয়ে লিগ শিরোপার আরও কাছে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৫, ১১:৫০ এএম

শেয়ার করুন:

এভারটনকে হারিয়ে লিগ শিরোপার আরও কাছে লিভারপুল

শিরোপার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল লিভারপুল! এভারটনের বিপক্ষে মার্সিসাইড ডার্বিতে ১-০ গোলের জয় তুলে নিয়ে প্রিমিয়ার লিগ জয়ের পথে নিজেদের অবস্থান আরও দৃঢ় হলো আর্নে স্লটের দলের।

এই জয়ের ফলে এখন সম্ভাব্য ২৪ পয়েন্টের মধ্যে লিভারপুলের দরকার মাত্র ১৩ পয়েন্ট। তা নিশ্চিত করতে পারলেই ইংল্যান্ডের শীর্ষ লিগে নিজেদের ২০তম শিরোপা নিশ্চিত করবে রেডরা।


বিজ্ঞাপন


পুরো ম্যাচেই লিভারপুলের বিপক্ষে নিজেদের বক্সের আশেপাশে দুর্গ গেড়ে বসেছিল এভারটনের ফুটবলাররা, দলটি যেন ব্যারিকেড গড়ে বসেছিল নিজেদের বক্সে। লিভারপুল বলের দখল রাখলেও কাজের কাজ হচ্ছিল না। অবশেষে ম্যাচের ভাগ্য গড়ে দেন দিয়োগো জোতা।

পর্তুগিজ এ ফরোয়ার্ড লুইস দিয়াজের অসাধারণ ব্যাকহিল পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোলটি করেন তিনি। তার পায়ের কারুকাজ, ড্রিবলিং আর নিখুঁত ফিনিশিং মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

যদিও রিপ্লেতে দেখা যায়, গোলের মুহূর্তে দিয়াজ অফসাইড পজিশনে ছিলেন। তবে রেফারি সিদ্ধান্ত দেন যে তিনি খেলায় কোনো হস্তক্ষেপ করেননি, তাই গোলটি বহাল থাকে।

ম্যাচে এভারটনও একাধিক সুযোগ তৈরি করেছিল। বেতো একবার ভার্জিল ফন ডাইককে পরাস্ত করে গোল করলেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এরপর আরেকটি সুযোগে ফন ডাইককে কাটিয়ে কাওইমিন কেলাহেরেকে একা পেলেও গোল করতে পারেননি এভারটন ফুটবলার।


বিজ্ঞাপন


দ্বিতীয়ার্ধে আরও চড়াও হয় লিভারপুল। রায়ান গ্র্যাভেনবার্শের দূরপাল্লার দুর্দান্ত শট ফেরান জর্ডান পিকফোর্ড। তবে ৫৬ মিনিটে জোতার গোলেই নির্ধারিত হয়ে যায় ম্যাচের ভাগ্য।

এই জয়ের ফলে শিরোপার স্বপ্ন আরও উজ্জ্বল হলো লিভারপুলের। এবার কি ২০তম প্রিমিয়ার লিগ শিরোপা হাতে তুলবে তারা? উত্তরের জন্য অপেক্ষা আর মাত্র কয়েক ম্যাচের! 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর