আগামী ৫ এপ্রিল থেকে শুরু হতে চলেছে ২০২৫ নারী বিশ্বকাপের বাছাইপর্বের খেলা। পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে বাংলাদেশ দলকেও পেরোতে হবে বাছাইপর্বের বাধা। সে লক্ষ্যে আজ পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ দল। এ প্রতিযোগীতা দিয়েই নারী দলের প্রধান কোচ হিসেবে সরোয়ার ইমরানের যাত্রা শুরু হচ্ছে।
বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ যে কয়টি ম্যাচ খেলবে তার সবকটিই অনুষ্ঠিত হবে লাহোরে। সেখানকার উইকেট ব্যাটং সহায়ক বলেই আজ বিমানবন্দরে জানিয়েছেন প্রধান কোচ সরোয়ার। গত ২২ মার্চ থেকে মিরপুরে অনুষ্ঠিত হওয়া নারী দলের প্রস্তুতি ক্যাম্পেও তাই ব্যাটিং নিয়েই কাজ করেছেন বলে জানালেন টাইগ্রেসদের এই কোচ।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আমরা এ ব্যাপারে ওয়াকিবহাল। আমরা সেভাবেই ক্যাম্পে স্পেসিফিক কাজগুলো করেছি, ব্যাটিং উইকেটে কীভাবে বোলিং-ব্যাটিং করতে হবে, স্ট্রাইক রেট কেমন হবে। সবকিছুই ওভাবে অনুশীলন করেছি।’
আসন্ন নারী বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে আরও ২ টি দল। আর এ দুই জায়গার জন্য বাছাইপর্বের লড়াইয়ে বাংলাদেশ ছাড়াও আরও আছে আয়ারল্যান্ড, পাকিস্তান, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। রাউন্ড রবিন পদ্ধতির খেলা শেষে যে দুই দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে তারাই বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাবে।
বাছাইপর্বে সবকটি ম্যাচই জিতে বিশ্বকাপে উত্তীর্ণ হতে চান বলে জানিয়েছেন নিগার সুলতানা জ্যোতিদের প্রধান কোচ। তিনি বলেন, ‘ওখানে আমাদের পাঁচটি ম্যাচ আছে। আমরা একটি একটি করে সব কটি জিততে চাই। দুটি শক্তিশালী দল আছে আমাদের সঙ্গে, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। বাকিদেরও ছোট করে দেখতে চাই না। আমরা সবার সঙ্গে লড়াই করে একটির পর একটি ম্যাচ জিতে কোয়ালিফাই করতে চাই।’