স্প্যানিশ ফুটবলে আবারও হতে যাচ্ছে সেই চিরচেনা দ্বৈরথ—এল ক্লাসিকো! কোপা দেল রের ফাইনালে জায়গা করে নিয়েছে বার্সেলোনা, যেখানে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে নাটকীয় জয়
সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বার্সেলোনা। প্রথম লেগের রোমাঞ্চকর ৪-৪ ড্র-এর পর এবার ম্যাচটি ছিল কিছুটা কম উত্তেজনাপূর্ণ, তবে মাঠে আধিপত্য বিস্তার করেছিল বার্সা।
বিজ্ঞাপন
ম্যাচের একমাত্র গোলটি আসে ফেরান তোরেসের পা থেকে। প্রথমার্ধে তরুণ তারকা লামিন ইয়ামালের দুর্দান্ত এক পাস অ্যাটলেটিকোর রক্ষণ ভেদ করে, আর সেই সুযোগ কাজে লাগিয়ে আর্জেন্টাইন গোলরক্ষক হুয়ান মুসোকে পরাস্ত করেন ফেরান।
১৭ বছর বয়সী ইয়ামাল পুরো ম্যাচেই দুর্দান্ত ছিলেন। রাফিনহার কয়েকটি সুযোগ নষ্ট না হলে বার্সার লিড আরও বড় হতে পারতো।
অ্যাটলেটিকোও সুযোগ পেয়েছিল, তবে কাজে লাগাতে পারেনি। বদলি খেলোয়াড় আলেকজান্ডার সোরলথ সহজ গোলের সুযোগ পেয়ে শট নেন, অথচ পাশে থাকা আন্তোয়ান গ্রিজম্যানকে পাস দিলে হয়তো ম্যাচের গল্প অন্যরকম হতে পারতো। পরে অফসাইডের কারণে বাতিল হয় তার গোলও।
টানা ২১ ম্যাচ অপরাজিত বার্সা
এই জয়ের মাধ্যমে টানা ২১ ম্যাচ অপরাজিত থাকলো বার্সেলোনা। ২০২৫ সালে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে একমাত্র অপরাজিত দল এখন তারাই!
বিজ্ঞাপন
এদিকে, লা লিগার শীর্ষস্থানেও বার্সেলোনার আধিপত্য। বর্তমানে তারা রিয়াল মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে শীর্ষে রয়েছে।
এপ্রিলের ব্যস্ত সূচি: কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগের লড়াই
৯ এপ্রিল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বুরুশিয়া ডর্টমুন্ডকে আতিথ্য দেবে বার্সেলোনা। এরপর ২৬ এপ্রিল সেভিয়ায় হবে কোপা দেল রের সেই মহারণ—এল ক্লাসিকো!
তবে শুধু ফাইনালই নয়, এর দুই সপ্তাহ পর লা লিগায় ফের মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ, যেখানে হয়তো নির্ধারিত হবে এবারের লিগ চ্যাম্পিয়নও!
এল ক্লাসিকো মানেই বাড়তি উত্তেজনা, আর যখন ট্রফির লড়াইয়ের প্রশ্ন—তখন তো কথাই নেই! এবার কি ফ্লিকের বার্সা উড়বে, নাকি আনচেলত্তির রিয়াল বাজিমাত করবে? অপেক্ষা মাত্র কয়েক সপ্তাহের!