বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

ময়মনসিংহে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৫, ০৩:৫৩ পিএম

শেয়ার করুন:

loading/img

ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠের পুকুরে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।


বিজ্ঞাপন


 মৃত মো. রায়হান (১০) সদরের বোররচর ইউনিয়নের বোররচর গ্রামের মো. শাহ পরানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ সদর ফায়ার স্টেশনের টিম লিডার মো. সারোয়ার হোসেন বলেন, সন্ধ্যায় পুকুরে গোসলে নেমে বেশি পানিতে গিয়ে ডুবে যায় রায়হান। রাত সোয়া ৭টার দিকে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে রায়হানের লাশ ভাসতে দেখেন পরিবারের লোকজন। তখন ফায়ার সার্ভিসে কল দিলে ডুবুরি দল গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, সদরের বোররচর গ্রাম থেকে ঈদ উপলক্ষে শহরে পরিবারের সঙ্গে বেড়াতে এসেছিল রায়হান। পরে গোসল করতে গিয়ে সে মারা যায়। এ পুকুরে ডুবে এর আগেও মৃত্যুর ঘটনা ঘটেছে। আজকের ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন আছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

News Hub