মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

মৃত্যুর আগে নিজের উত্তরসূরি হিসেবে যার নাম জানিয়েছেন মনোজ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৫, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

loading/img

ষাট-সত্তর দশকে দেশপ্রেমমূলক সিনেমা নির্মাণ করে ‘ভারত কুমার’ নামে খ্যাতি পান মনোজ কুমার। আজ শুক্রবার সকালে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে মারা গেছেন এই বর্ষীয়ান অভিনেতা ও নির্মাতা। 

বলিউডে দীর্ঘদিনের সহকর্মী, অগ্রজ, অনুজ সব তারকাই তার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছে। 


বিজ্ঞাপন


m2

ভারত কুমারের মৃত্যুতে যে শূন্যস্থান তৈরি হয়েছে তা বলাই বাহুল্য। এখন ঘুরে ফিরে একটাই প্রশ্ন বলিউডের সোনালী দিনের মতো দেশপ্রেমমূলক সিনেমা নির্মাণ হবে কি না। আর কখনও গা শিহরণ দেওয়া চিত্র্যনাট্য দর্শকরা উপভোগ করতে পারবেন কি না। 

মনোজ পরবর্তী অধ্যায়ে কে হবেন তার উত্তরসূরী তা নিয়ে চলছে জোর আলোচনা। এদিকে অভিনেতা মৃত্যুর আগে  নিজেই জানিয়েছেন কে তার উত্তরসূরী। ষাট-সত্তর দশকের ভারত কুমারের ছায়া তার মধ্যে। কে সেই বলিউড অভিনেতা!  

‘আমাদের বিয়েকে ব্যর্থ বলে মনে করি না’


বিজ্ঞাপন


মৃত্যুর বেশ কিছু আগে ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে খুব গর্ব করে বলেছিলেন, “অক্ষয় কুমারই বলিউডে আমার যোগ্য উত্তরসূরি।” পর্দার পাশাপাশি বাস্তবেও তার দেশপ্রেম দেখে মুগ্ধ হয়েছিলেন মনোজ।

vabargba

তিনি বলেন, “পর্দায় দেশপ্রেম ফুটিয়ে তোলার ক্ষেত্রে আমি সবসময় অক্ষয়কে আমার যোগ্য উত্তরসূরি বলে মনে করি। ‘নমস্তে লন্ডন’ ছবিতে যেরকম দক্ষতার সঙ্গে আমার ‘হায় প্রীত যাহা কি রীত সাদা’ দৃশ্যটির পুনর্নির্মাণ করেছিল, সেটা খুব ভালো লেগেছে। অক্ষয়ের মতো কেউ ‘সচ্চা’ ভারতীয়, দেশপ্রেমিকের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে পারে না।”

মারা গেছেন ‘ভারত কুমার’ খ্যাত নির্মাতা মনোজ কুমার

এদিকে শুক্রবার বর্ষীয়ান অভিনেতা ও নির্মাতার মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন বলিউড খিলাড়ি। সোশ্যাল মিডিয়ায় এক শোকবার্তায় তিনি লিখেছেন, ‘দেশপ্রেম এবং নিজের দেশকে নিয়ে গর্ব করার জন্য যে আবেগ প্রয়োজন তা উনার ছবি দেখে শিখেছি।’

kumar

সবশেষ তিনি  লিখেছেন, ‘অভিনেতারা যদি দেশপ্রেমের আবেগ উসকে না দিই, তাহলে আর কারা দায়িত্ব নেবে? এত বড় মনের একজন মানুষ, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম বড় সম্পদকে হারালাম। ভালো থাকবেন মনোজ স্যর।’

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন