শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

চোট সারিয়ে মাঠে ফিরেই মেসির দুর্দান্ত গোল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ১০:০৭ এএম

শেয়ার করুন:

loading/img

পেশির চোটে ভুগছিলেন লিওনেল মেসি। এ কারণে বিশ্বকাপ বাছাইয়ে জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারেননি তিনি। উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দুটিতে মে,সি খেলতে না পারলেও আর্জেন্টিনা জয় পেয়েছে ঠিকই। এদিকে চোট থেকে সুস্থ হয়ে ফিরে আজই প্রথম মাঠে নেমেছিলেন ফুটবল জাদুকর, ইন্টার মিয়ামির হয়ে বদলি নেমেই দুর্দান্ত এক গোল পেয়েছেন তিনি। তার এই গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে মিয়ামি।

মায়ামির হয়ে সবশেষ আটলান্টার বিপক্ষে খেলতে নেমে চোট পেয়েছিলেন তিনি। বাঁ ঊরুতে চোটের পাশাপাশি পেশির চোটও ছিল তার। এ কারণে দুই সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হয়েছে তাঁকে। চোট থেকে ফিরেই অবশ্য চেনা ছন্দে মেসি। আজ ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে তিনি মাঠে নেমেছেন ম্যাচের ৫৫ মিনিটে।


বিজ্ঞাপন


মাঠে নামার দুই মিনিটের মধ্যেই ব্যবধান গড়ে দিয়েছেন মেসি। লুইস সুয়ারেজের দারুণ এক পাস থেকে বল পেয়ে দুর্দান্ত এক শটে জালের ঠিকানা খুঁজে নেন তিনি। এর আগেই অবশ্য মিয়ামিকে লিড এনে দিয়েছিলেন রবার্ট টেলর।

তবে টেলর ম্যাচের ২৩ মিনিটে গোল করলেও মেসির গোলে স্কোরলাইন ২-০ হওয়ার পর একেবারে শেষদিকে ১ গোল শোধ করেছিল ফিলাডেলফিয়া। তাই ম্যাচটিতে ব্যবধান গড়ে দিয়েছে মূলত মেসির গোলই।

মেসির গোলে এই জয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্স অঞ্চলে শীর্ষস্থানে চলে এসেছে মিয়ামি। এমএলএসের এবারের মৌসুমে তিন ম্যাচ খেলে এটি মেসির দ্বিতীয় গোল।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub