পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তবে ঢাকায় নেই গাড়ির চাপ এবং চিরচেনা যানজট।। নির্বিঘ্নে সড়কে চলাচল করছে গাড়ি।
শুক্রবার (০৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বিজ্ঞাপন
সরেজমিনে সড়কে অল্প পরিসরে যানবাহন চলতে দেখা যায়। এরমধ্যে অধিকাংশ ব্যক্তিগত পরিবহন।
রাজধানীর অন্যতম যানজটের এলাকা শাহবাগ, সায়েন্সল্যাব মোড়, নীলক্ষেত ও ফার্মগেট মোড় ঘুরে দেখা যায়, সড়কে গাড়ির সংখ্যা স্বাভাবিকের তুলনায় কম। গণপরিবহন কম, যাত্রীও কম। হেলপার ডেকেও যাত্রী মেলাতে পারছেন না। তাদের আশা, দিন দুয়েকের মধ্যে আগের রুপে ফিরবে তিলোত্তমা নগরী ঢাকা।
দীর্ঘ সময় ধরে সাভার থেকে সদরঘাটের রুটে সাভার পরিবহনের গাড়ি চালান আকবর হোসেন। সড়কের অবস্থা সম্পর্কে তিনি ঢাকা মেইলকে বলেন, গত কয়েকদিনের তুলনায় আজ ভোর থেকে রাজধানীমুখী মানুষের চাপ কিছুটা ছিল। কেননা ছুটি কাটিয়ে ফিরতে শুরু করেছেন ঈদ করতে গ্রামে যাওয়া নগরবাসী। আগামী কয়েক দিন আসা-যাওয়ার এই ধারা অব্যাহত থাকবে।
সকালে ঢাকায় ফিরেছেন হানিফ পরিবহনের চালক সবুজ মিয়া। তিনি বলেন, এবার ঈদযাত্রায় সড়কে যানজট ছিল না। যাত্রী পরিবহন করে খুবই ভালো লাগছে। যাত্রীরাও সন্তুষ্ট। এখন ফেরার পথেও সড়কে যানজট নেই। আজ যারা ঢাকা ফিরেছেন, তাদের অধিকাংশ চাকরিজীবী। আগামীকাল শনিবার বা পরদিন রোববার ঢাকা ফেরা যাত্রীর সংখ্যা বাড়বে।
বিজ্ঞাপন
ঈদের ছুটি কাটিয়ে বরিশাল থেকে ঢাকায় এসেছেন বেসরকারি ব্যাংকের চাকরিজীবী শহিদুল ইসলাম। ঢাকা মেইলকে তিনি বলেন, ‘ঈদের ছুটিতে মা-বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটিয়েছি। কর্মের তাগিদে সবাইকে ছেড়ে ঢাকায় আসায় মন খারাপ লাগছে। আরও কিছুদিন থাকতে পারলে আরও ভালো লাগতো।’
এবার ঈদে টানা নয় দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। আবার বেসরকারি চাকরিজীবীদের অনেকে গড়ে চার দিন ছুটি পেয়েছেন। তারা আজ শুক্রবার (৪ এপ্রিল) থেকে ঢাকায় ফেরা শুরু করেছেন। এরমধ্যে যাদের ছুটি আরও কম, তাদের অনেকে ঢাকায় এসে পৌঁছেছেন। এবার তাদের যাতায়াতে যানজটসহ অন্য কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না।
এসএইচ/ইএ